Print Date & Time : 31 August 2025 Sunday 2:42 am

মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বিডি থাই ফুডের

bd thai food and beverage ltd

নিজস্ব প্রতিবেদক : শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে গতকাল সোমবার ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির গত ২৪ জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ছে। ডিএসইতে গত ২৪ জানুয়ারি তাদের শেয়ারদর ছিল ১১ টাকা। আর গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) লেনদেন হয় ২৮ টাকা ১০ পয়সায়। এ হিসাবে মাত্র ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৭ টাকা ১০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।