নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই শ্যামপুর সুগার মিলস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, গত ৯ আগস্ট থেকে ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ারদর বাড়ছে। ওইদিন কোম্পানির শেয়ারদর ছিল ৬৩ টাকা ৪০ পয়সা, যা গত ১৭ আগস্ট লেনদেন হয় ৮৯ টাকা ৭০ পয়সায়। এ হিসেবে মাত্র পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৬ টাকা ৩০ পয়সা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। কোম্পানিটির এমন অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।