শেয়ার বিজ ডেস্ক : ব্যাংকিং খাতে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা করার তা-ই করা হচ্ছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, কোনোভাবেই এই খাতকে আগের দুরবস্থায় ফিরতে দেয়া হবে না। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সফল হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গুগল পে -এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ইতোমধ্যে ২০টি ব্যাংককে ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে আর জুলাই শেষে আরও সাতটি ব্যাংকের নিরীক্ষা শেষ করা হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না।
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল সেবা- গুগল ওয়ালেট, যা সাধারণভাবে ‘গুগল পে’ নামে পরিচিত। মাস্টারকার্ড ও ভিসা কার্ডের সহযোগিতায় গুগলের এই ডিজিটাল লেনদেন সেবা চালু করলো সিটি ব্যাংক।
ফলে, এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেট-এ সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ এবং স্পর্শহীন পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতির চাপে মানুষ কষ্ট পাচ্ছে। মূল্যস্ফীতি কমাতে সফল হবো এবং হবোই; এটি ৫ শতাংশে নামিয়ে আনবোই।
দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’
কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনারকোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার
ডলারের মূল্য বাজারের ওপর ছেড়ে দেয়ার পর টাকা অবমূল্যায়িত হবার আশঙ্কা ছিলো। কিন্তু গভর্নর বললেন, টাকাকে কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেবেন না তিনি।
ডলারে দাম প্রসঙ্গে গভর্নর বলেন, দুবাই থেকে আমাদের দেশের ডলারের দাম নির্ধারণ করা হবে না। যার জন্য ডলার বাজারে ছেড়ে দেয়া হয়েছে।