Print Date & Time : 27 July 2025 Sunday 9:56 am

মূল্য তালিকা প্রদর্শন করে না মোমিন রোডের সারাহ্ সুপার শপ!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দ্রব্য মূল্যের তালিকা প্রদর্শন করে না চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডের সারাহ্ সুপার শপ। এ সুযোগে সুপার শপটি অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য বিক্রি করছিল।

অবশেষে ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষীতে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক দামে ভোগ্য পণ্য বিক্রয় করার দায়ে সারাহ্ সুপার শপকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম।

সোমবার (২৭ এপ্রিল) সকালে পরিচালিত বাজার তদারকি অভিযানে এ জরিামনা করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।

মুহাম্মদ হাসানুজ্জামান জানান, সারাহ্ সুপার শপে সকল পণ্যই বেশি দামে বিক্রয় হচ্ছিল। আমাদের উপস্থিতিতে যে দাম (আদা, পেঁয়াজ, রসুন, মুড়ি) বলেছে, তার চেয়ে বেশি দামে উপস্থিত ভোক্তাদের বিক্রয় করেছে। যা ভোক্তারা আমাদের জানায়। এছাড়াও তাদের মূল্য তালিকা শেষ আপডেট করেছে গত ১ মার্চ।

ভোক্তাদের ভাষ্য মতে, শপটি আদা ২৮০ টাকায় বিক্রি করছিল। অথচ আমরা সিল বিহীন একটি কাগজে (গ্রহণযোগ্য নয়) ক্রয়মূল্য ২৪০ লিখা পেয়েছি। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক মূল্যে পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে মোমিন রোডের এসএম স্টোরকে পাঁচ হাজার টাকা, জুবলী রোডের এএস স্টোরকে ১০ হাজার টাকা, রিয়াজ উদ্দিন বাজারের পদ্মা বাণিজ্যালয়কে ৪০ হাজার টাকা, অক্সিজেন মোড়ের কাঁচা বাজারে মাঈন উদ্দিন এ ব্রাদার্সকে ১০ হাজার টাকা, এস এন্ড এস স্টোরকে তিন হাজার টাকা এবং সাত্তার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।