মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে এসবিএসি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই সদ্য পুঁজিবাজারে আসা ব্যাংক খাতের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ হিসেবে তারা এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে গত ১১ আগস্ট থেকে ব্যাংকটির শেয়ার লেনদেন শুরু হয়। আর তালিকাভুক্তির পর থেকে ধারাবাহিকভাবে তাদের শেয়ারদর বাড়ছে। গত ১১ আগস্ট ব্যাংকটির শেয়ারদর ছিল ১১ টাকা, যা গতকাল ২৫ আগস্ট লেনদেন হয় ২৫ টাকা ৬০ পয়সায়। এ হিসেবে মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস তাদের পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কর্তৃপক্ষ।

তবে গতকাল ডিএসইতে ব্যাংকটির শেয়ারদর এক টাকা কমে প্রতিটি সর্বশেষ ২৪ টাকা ৬০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে দুই কোটি ৯০ লাখ ২৮৫ শেয়ার ৫৫ হাজার ৩২৭ বার হাতবদল হয়, যার বাজারদর ৭২ কোটি ৯৬ লাখ ৭০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২৩ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ২৮ টাকা ১০ পয়সায় হাতবদল হয়।

এদিকে সম্প্রতি সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেড চলতি ২০২১ হিসাববছরের অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ছয় মাসে আইপিও শেয়ার বাদে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা।