পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সম্প্রতি সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই ৫ ডিসেম্বর নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৭ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা। ৫ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ৭২ টাকায় পয়সায় উন্নীত হয়। গত ১ মাসে শেয়ারটির দর বিরতীহীনভাবে বেড়েছে।
কোম্পানিটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Print Date & Time : 11 September 2025 Thursday 12:52 am
মূল্য সংবেদনশীল তথ্য নেই সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: