Print Date & Time : 7 July 2025 Monday 11:13 am

মূল্য সংবেদনশীল তথ্য নেই কেঅ্যান্ডকিউর

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই কেঅ্যান্ডকিউ (বাংলাদেশ) লিমিটেডের। সম্প্রতি ডিএসই অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। গত মাসের ২৪ তারিখে কোম্পানির শেয়ারদর ছিল ৬৮ টাকা ৫০ পয়সা, যা সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয় ৯৪ টাকা ৯০ পয়সায়। এ হিসাবে দর বেড়েছে ২৬ টাকা ৪০ পয়সা।

সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর তিন দশমিক ৩৪ শতাংশ বা তিন টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯৬ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৯৪ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ৬৩ হাজার ১৯৯টি শেয়ার মোট ৩৩৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৬০ লাখ ৯ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ৯১ থেকে ৯৯ টাকায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৯৯ টাকার মধ্যে ওঠানামা করে।

১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন চার কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে ঘাটতির পরিমাণ ১০ কোটি ৫৪ লাখ টাকা।