নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। চলতি মাসের ২০ তারিখে কোম্পানির শেয়ারদর ছিল ১১ টাকা ৬০ পয়সা, যা গতকাল লেনদেন হয় ১৭ টাকা ৪০ পয়সায়। এ হিসাবে ছয় কার্যদিবসে দর বেড়েছে পাঁচ টাকা ৮০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
গতকাল শেয়ারদর ৯ দশমিক ৪৩ শতাংশ বা এক টাকা ৫০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১৭ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১৭ টাকা ৪০ পয়সা। দিনজুড়ে ২৬ হাজার ৫৭১টি শেয়ার মোট ২৫ বার হাতবদল হয়, যার বাজারদর চার লাখ ৬২ হাজার টাকা। দিনজুড়ে শেয়ারদর সর্বনিম্ন ১৭ টাকা ৩০ পয়সা থেকে ১৭ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়। এক বছরে শেয়ারদর ছয় টাকা ৮০ পয়সা থেকে ১৭ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০ জুন ২০১৬ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোন লভ্যাংশ দেয়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে দুই টাকা ৯৩ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্যে দায় দাঁড়িয়েছে ২৪ টাকা ৭১ পয়সা, আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল দুই টাকা ৫০ পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্যে দায় ৩৬ টাকা ৭৪ পয়সা ছিল।