মূল্য সংবেদনশীল তথ্য নেই শ্যামপুর সুগারের

নিজস্ব প্রতিবেদক: বার্ষিক সাধারণ সভা (এজিএম) তারিখ ও সময় পরিবর্তন করেছে জেড ক্যাটাগরির শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শ্যামপুর সুগার মিলস: নতুন তারিখ অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টায় এজিএম শ্যামপুর সুগার মিলস ট্রেডিং কমপ্লেক্স, শ্যামপুর, রংপুরে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৯ ডিসেম্বর সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য  লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। ওই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ টাকা ৭৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্যে দায় দাঁড়িয়েছে ৬৫৯ টাকা ৫৫ পয়সা। অন্যদিকে সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

চলতি মাসের মাসের ১৩ তারিখ কোম্পানির শেয়ারদর ছিল ২৫ টাকা ৬০ পয়সা, যা গতকাল লেনদেন হয় ৩৮ টাকা ৬০ পয়সায়। এ হিসাবে সাত কার্যদিবসে দর বেড়েছে ১৩ টাকা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।

জিলবাংলা সুগার মিলস: নতুন তারিখ অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় এজিএম জামালপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়াম, জামালপুরে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৮ ডিসেম্বর সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছেরর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। ওই সময় শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৪ টাকা ৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্যে দায় দাঁড়িয়েছে ৪১৮ টাকা তিন পয়সা।