Print Date & Time : 28 July 2025 Monday 1:01 am

মূল্য সংবেদনশীল তথ্য নেই বিডি ল্যাম্পসের

 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
গত ৭ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৭৮ টাকা, যা গতকাল লেনদেন হয় ২০৯ টাকা ১০ পয়সায়। এ হিসেবে ছয় কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে ৩১ টাকা ১০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
গতকাল শেয়ারদর দশমিক ৬৩ শতাংশ বা এক টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২০৯ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ২০৯ টাকা ১০ পয়সা। দিনজুড়ে তিন লাখ ৬৬ হাজার ২৩০টি শেয়ার মোট এক হাজার ৭৫৫ বার হাতবদল হয়, যার বাজারদর সাত কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ২০৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২১৫ টাকায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ১৬৪ টাকা ৫০ পয়সা থেকে ২২০ টাকায় ওঠানামা করে।
২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত ১৮ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে সাত টাকা সাত পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ৯৩ টাকা ৭১ পয়সায়।
৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৬১ কোটি ৬৭ লাখ টাকা।
কোম্পানিটির ৯৩ লাখ ৭০ হাজার ৬০৮টি শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫৫ দশমিক শূন্য দুই শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৪ দশমিক ৯০ শতাংশ, বিদেশি দশমিক শূন্য তিন শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২০ দশমিক শূন্য পাঁচ শতাংশ শেয়ার।
সর্বশেষ বার্ষিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য আয় (পিই) অনুপাতে ২৯ দশমিক ৫৮ এবং হালনাগাদ অনিরীক্ষিত ইপিএসের ভিত্তিতে ৭৫ দশমিক ৭৬।