মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

শেয়ার বিজ ডেস্ক : মেক্সিকোতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। সিনোলিয়ায় স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, লস মোচিস উপকূলীয় শহরে ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে ১৫ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ১৪ জনই মারা গেছেন। বাকি একজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।