শেয়ার বিজ ডেস্ক: মেক্সিকোর একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির সিউদাদ জুয়ারেজ শহরের ওই কেন্দ্রে আগুন লাগে। এ শহর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন অভিবাসন প্রত্যাশীরা। খবর: সিএনএন।
এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী এলকায় অবস্থিত এ অভিবাসন কেন্দ্র।
সংশ্লিষ্ট কর্তপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের সড়ক থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে।
গতকাল ভোরে হঠাৎ আগুন লাগে ওই অভিবাসন কেন্দ্রে। এতে আতঙ্কিত শরণার্থীরা কেন্দ্র ছাড়ার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়ির কারণে অনেকে ভবনে আটকা পড়েন। দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে কয়েকজনকে উদ্ধার করেন। এর আগে ৩৯ জনের মৃত্যু হয়। এ সংখ্যাটা বাড়তে পারে বলে আশঙ্কা উদ্ধারকারীদের।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। কীভাবে অভিবাসন কেন্দ্রে আগুন লাগল, তার কারণও জানা যায়নি।
তবে স্থানীয়দের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, আগুন লাগার আগে কেন্দ্রের ভেতরে সমস্যা দেখা গিয়েছিল। স্থানীয় গণমাধ্যমের দাবি, সিউদাদ জুয়ারেজের কোনো অভিবাসন কেন্দ্রে একসঙ্গে এত মানুষের কখনও মৃত্যু হয়নি।
তাই কী কারণে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছে সিউদাদ জুয়ারেজের প্রশাসন।
পুরো ঘটনা খতিয়ে দেখতে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে মার্কিন গণমাধ্যমগুলো।
এ প্রসঙ্গে মন্তব্য চেয়ে সিএনএন মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পাওয়া যায়নি।
আগুন লাগার সময় অভিবাসন কেন্দ্রটিতে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ছিল বলে বিবৃতিতে জানিয়েছে আইএনএম।
অগ্নিকাণ্ডে ২৯ অভিবাসনপ্রত্যাশী আহত হয়েছেন। তাদের ওই এলাকার ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।