Print Date & Time : 24 July 2025 Thursday 3:47 am

মেক্সিকোয় গুলিতে নিহত ১২

শেয়ার বিজ ডেস্ক: মেক্সিকোয় একটি বারে বা পানশালায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় দেশটির ইরাপুয়াতোর পানশালায় গুলি চালালে ছয় নারী ও ছয় পুরুষ নিহত হন। রাজ্যটিতে এক মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। খবর: রয়টার্স।

ইরাপুয়াতো শহরের প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হামলাকারীদের এখনও আটক করা সম্ভব না হলেও তাদের ধরতে অভিযান চলছে।

কী কারণে এত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে তার কারণ তাৎক্ষণিকভাবে বের করা যায়নি। গুয়ানাওয়াতোয় বিশ্বের শীর্ষ অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের বড় উৎপাদন কেন্দ্র রয়েছে।

গুয়ানাজুয়াতোয় সাম্প্রতিক বছরগুলোয় মাদককারবারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেড়েছে। গত ২১ সেপ্টেম্বর একই রাজ্যের তারিমোরো শহরের এক পানশালায় হামলায় ১০ জন নিহত হন। তারিমোরো ইরাপুয়াতোর ৯৬ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত।

মেক্সিকোয় রেকর্ড মাত্রার গ্যাং সহিংসতা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় আসেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ। তার প্রশাসনকে এখনও মাদককারবারিদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। কয়েক বছর ধরে মেক্সিকোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। সাংবাদিক, পুলিশ, মানবাধিকারকর্মীসহ অনেক মানুষকে হত্যা করেছে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

গত ৬ অক্টোবর দেশটির সান মিগুয়েল টেটোলাপান শহরে এক বন্দুক হামলায় অন্তত ১৯ জন নিহত হন। টোটোলাপান শহরের মেয়র কনরাডো মেন্ডোজা আলমেদাসহ তাদের গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। বন্দুকধারীদের হাতে নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের কর্মকর্তা ও কাউন্সিলের কর্মীরা রয়েছেন। হত্যাকাণ্ডের পর মাটিতে পড়ে থাকা রক্তাক্ত লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হামলার কিছুক্ষণ আগে লস টেকুইলেরোসের সদস্যরা এই অঞ্চলে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমগুলোয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করে। তারা নিরাপত্তা বাহিনীকে শহরে প্রবেশে বাধা দেয়ার জন্য বড় যানবাহন দিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল।