Print Date & Time : 14 September 2025 Sunday 4:22 pm

মেক্সিকোয় বস্তাবন্দি ২১০ অভিবাসী উদ্ধার

শেয়ার বিজ ডেস্ক: মেক্সিকোতে বস্তাবন্দি অবস্থায় ২১০ জন অভিবাসীকে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর: ওয়াশিংটন পোস্ট।

মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, শুক্রবার পুয়েবলা রাজ্যের একটি চেকপয়ন্টে ট্রাকটি থামাতে ব্যর্থ হয় পুলিশ। এরপর সেটি ধাওয়া করে টেকামাচালকো শহরের কাছে আটক করা হয়।

ট্রাকের দরজা খুলে গদি ও ঘরে তৈরি ফ্যানের মধ্য থেকে নারী, পুরুষ ও শিশুদের উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালককেও আটক করা হয়। এর আগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে কর্তৃপক্ষ ট্রাকের দুটি ট্রেলারে প্রায় ৬০০ অভিবাসীকে খুঁজে পায়।