মেগা উইনব্যাক ক্যাম্পেইন চালু এয়ারটেলের

গ্রাহকদের জন্য সম্প্রতি একটি নতুন উইনব্যাক ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ ইয়ুথ ব্র্যান্ড এয়ারটেল। ক্যাম্পেইনটির আওতায় ১০ মাস মেয়াদি বিশেষ কল রেট ও ডেটা বোনাসের সমন্বয়ে একটি আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এ অফারটি বিশেষত তরুণদের জন্য উপযোগী, যারা ইন্টারনেটবান্ধব জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন। অফারটির আওতায় এ প্যাকেজটি নেওয়ার জন্য উপযোগী এয়ারটেল গ্রাহকরা ২১ টাকা রিচার্জে ৩০ দিনের জন্য শূন্য দশমিক পাঁচ পয়সা রেটে যে কোনো রবি/এয়ারটেল নম্বরে কথা বলতে পারবেন। স্থানীয় অন্য অপারেটরের ক্ষেত্রে প্রতি সেকেন্ড এক পয়সা হারে চার্জ প্রযোজ্য হবে।

এছাড়া বিশেষ কল রেটের পাশাপাশি গ্রাহকরা ফেসবুক ব্রাউজ করার জন্য ১০ দিনের জন্য এক জিবি এবং অন্য যে কোনো ইন্টারনেট ব্যবহারের জন্য এক জিবি ডেটা উপভোগ করতে পারবেন।

ফেসবুক ও অন্যান্য ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য আলাদা আলাদা অফারটি তরুণদের ইন্টারনেট ব্যবহারের প্রবণতার দিকটি মাথায় রেখে সাজানো হয়েছে। এর ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের জন্য ডেটা সঞ্চয়ের লক্ষ্যে গ্রাহকদের অন্যান্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে আর হিসাবি হওয়ার প্রয়োজন নেই। এ অফারের আওতায় গ্রাহকরা অন্যান্য ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের জন্য বাড়তি এক জিবি ডেটা উপভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি