মেঘনায় মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা

 

শেয়ার বিজ ডেস্ক: ইলিশ রক্ষায় চাঁদপুরে মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল মাসে জাটকাসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। খবর বিডিনিউজ।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান জানান, মার্চ-এপ্রিল দুই মাস মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা থাকবে। চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে ২০০৬ সাল থেকে জাটকা রক্ষা এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান তিনি।

শফিকুর জানান, চাঁদপুরে মেঘনায় মাছ ধরার কাজে ৪৬ হাজার ৬৫৪ জন জেলে নিয়োজিত রয়েছেন। নিষেধাজ্ঞার সময় ৪১ হাজার ৪২ জন ইলিশ জেলে পরিবারকে ৪০ কেজি করে চার মাস চাল দেওয়া হবে। ইতোমধ্যে জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, সমাবেশসহ বিভিন্ন ধরনের প্রচার চালানো হয়েছে। জেলেরা যাতে নিষিধেজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে না পারেন, সেজন্য কোস্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা টাস্কফোর্স নদীতে সবসময় টহল দেবে। নিষেধাজ্ঞা অমান্যকারীর কারাদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া ও ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে বলে জানান তিনি।