ভোজ্যতেলের কারসাজি ঠেকাতে এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধানী দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটস্থ মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডে তথ্য-উপাত্ত অনুসন্ধানের উদ্দেশ্যে গমন করে।
অনুসন্ধানকালে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামঅয়েলের উৎপাদন, আমদানি, সরবরাহ চেইন, বর্তমান স্থিতি এবং ডেলিভারি অর্ডার-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী দল। এ সময় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ তাদের দৈনিক উৎপাদন দুই হাজার ৪০০ মেট্রিক টন, মাসিক উৎপাদন ৭২ হাজার মেট্রিক টন, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেলের মজুতের পরিমাণ যথাক্রমে ছয় হাজার ২০১ মেট্রিক টন ও আট হাজার ৬৯৩ মেট্রিক টন এবং পরিশোধিত ও অপরিশোধিত পাম অয়েলের মজুত যথাক্রমে ৯ হাজার ৬৬৬ মেট্রিক টন ও ২৮ হাজার ৩৬৫ মেট্রিক টন রয়েছে বলে অনুসন্ধানী দলকে অবহিত করে।
এছাড়া সয়াবিন তেলবীজ ৩৫ হাজার ৭৩৭ মেট্রিক টন মজুত রয়েছে বলেও উল্লেখ করেন। মঙ্গলবার সয়াবিন ও পামঅয়েলের সাপ্লাই অর্ডার (এসও) যথাক্রমে ৭২৫ মেট্রিক টন ও ৩১২ মেট্রিক টন বলেও তথ্য দেন তারা। বিজ্ঞপ্তি