Print Date & Time : 26 July 2025 Saturday 10:11 pm

মেঘনা এডিবল অয়েল রিফাইনারিতে প্রতিযোগিতা কমিশন

ভোজ্যতেলের কারসাজি ঠেকাতে এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কর্তৃক গঠিত অনুসন্ধানী দল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনাঘাটস্থ মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডে তথ্য-উপাত্ত অনুসন্ধানের উদ্দেশ্যে গমন করে।

অনুসন্ধানকালে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামঅয়েলের উৎপাদন, আমদানি, সরবরাহ চেইন, বর্তমান স্থিতি এবং ডেলিভারি অর্ডার-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে অনুসন্ধানী দল। এ সময় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড কর্তৃপক্ষ তাদের দৈনিক উৎপাদন দুই হাজার ৪০০ মেট্রিক টন, মাসিক উৎপাদন ৭২ হাজার মেট্রিক টন, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেলের মজুতের পরিমাণ যথাক্রমে ছয় হাজার ২০১ মেট্রিক টন ও আট হাজার ৬৯৩ মেট্রিক টন এবং পরিশোধিত ও অপরিশোধিত পাম অয়েলের মজুত যথাক্রমে ৯ হাজার ৬৬৬ মেট্রিক টন ও ২৮ হাজার ৩৬৫ মেট্রিক টন রয়েছে বলে অনুসন্ধানী দলকে অবহিত করে।

এছাড়া সয়াবিন তেলবীজ ৩৫ হাজার ৭৩৭ মেট্রিক টন মজুত রয়েছে বলেও উল্লেখ করেন। মঙ্গলবার সয়াবিন ও পামঅয়েলের সাপ্লাই অর্ডার (এসও) যথাক্রমে ৭২৫ মেট্রিক টন ও ৩১২ মেট্রিক টন বলেও তথ্য দেন তারা। বিজ্ঞপ্তি