নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা গ্রæপের একটি প্যাকেজিং কারখানায় অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আনেন। মেঘনা গ্রæপের ওই কারখানার নাম সোনারগাঁও প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিমিটেড।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে সোনারগাঁর টিপরদি এলাকায় ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশনের ১০টি ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে।
মেঘনা গ্রুপের শ্রমিক আওলাদ হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রæত কারখানায় ছড়িয়ে পড়ে।
তবে ভবনের আশেপাশে আগুন ছড়াতে পারেনি। বেলা ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।

Print Date & Time : 1 September 2025 Monday 11:09 am
মেঘনা গ্রুপের কারখানায় আগুন
সারা বাংলা ♦ প্রকাশ: