Print Date & Time : 18 August 2025 Monday 11:48 pm

মেঘনা পেট্রোলিয়ামের পাম্পে বিক্রি হবে ডেল্টা এলপিজির অটো গ্যাস

তরল পেট্রোলিয়াম গ্যাস অটোগ্যাসের বাজার বাড়াতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়ামের সঙ্গে কাজ করবে ডেল্টা এলিপজি। গতকাল বিকালে চট্টগ্রামের আগ্রাবাদে মেঘনা পেট্রোলিয়ামের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়। মেঘনা পেট্রোলিয়ামের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর ছাইফুল্লাহ-আল-খালেদ এবং ডেল্টা এলপিজির পক্ষে নির্বাহী পরিচালক সাব্বির আহমেদ চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় মেঘনা পেট্রোলিয়ামের নিবন্ধিত ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) অটোগ্যাস পাম্প স্থাপন ও সরবরাহ করতে পারবে ডেল্টা এলপিজি। বিজ্ঞপ্তি