মেঘলার পাঞ্চ

শোবিজ ডেস্ক: টিভি নাটক নির্মাতা কৌশিক শংকর দাশ শুরু করতে যাচ্ছেন তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘পাঞ্চ’। এতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা মেঘলা মুক্তা, যিনি প্রথম বাংলাদেশি নায়িকা হিসেবে তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। নির্মাতা কৌশিক শংকর বলেন, এখন সিনেমার প্রি-প্রডাকশনের কাজ চলছে। জিরো আওয়ার ফিল্মসের ব্যানারে নির্মিতব্য চলচ্চিত্রটির মূল চরিত্র মেঘলার বিপরীতে অভিনয় করবেন নিলয় আলমগীর। জনপ্রিয় খেলা মিক্সড মার্শাল আর্টের পটভূমিতে চলচ্চিত্রটির গল্প সাজানো হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন কবির এ খেলার সঙ্গে জড়িয়ে পড়েন, যেখানে পর্দার আড়ালে ঘটে নানা অবৈধ কাজ। এ নিয়ে স্ত্রী আশার সঙ্গে দাম্পত্য জীবনে শুরু হয় দ্বন্দ্ব^। ঘটতে থাকে আরও নানা ঘটনা। এখানে আশার চরিত্রে থাকবে মেঘলা। সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন প্রযোজক মোমিনুল হক ও কৌশিক শংকর দাশ। প্রথম চলচ্চিত্র নিয়ে নির্মাতা কৌশিক বলেন, আমি নিজেই এতদিন চলচ্চিত্র তৈরি করতে চাইনি, কারণ নিজেকে প্রস্তুত করছিলাম। এখন মনে হচ্ছে, চলচ্চিত্র তৈরি করার উপযুক্ত সময় এসেছে, তাই কাজে হাত দিয়েছি। আশা করি মার্চ থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু করতে পারব। নায়িকা মেঘলা বলেন, রোমান্টিক ও থ্রিলার ঘরনার সিনেমা এটি। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা এ নায়িকা ‘পাষাণ’, ‘নবাব’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তার প্রথম তেলেগু সিনেমা ‘সাকালাকালা ভাল্লাভুডু’।