Print Date & Time : 11 August 2025 Monday 11:16 pm

মেটার বিরুদ্ধে মামলা

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উভালডে শহরে শুটিংয়ের দুই বছর পর ভুক্তভোগীদের পরিবার কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেÑ এআর-১৫ রাইফেল নির্মাতা ড্যানিয়েল ডিফেন্স, ফার্স্ট পারসন শুটার ভিডিও গেম সিরিজ ‘কল অব ডিউটি’র প্রকাশক অ্যাক্টিভিশন ও এর মূল কোম্পানি মেটা। খবর: এবিসি নিউজ।

শুটিংয়ে ব্যবহƒত বন্দুকের প্রচারে ইনস্টাগ্রামের ভূমিকা ছিল বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আরও অভিযোগ করা হয়েছে, কোম্পানিগুলো গেমস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের কাছে অস্ত্র বাজারজাতকরণে ভূমিকা রেখেছিল।

পরিবারগুলোর প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি জোশ কসকফ অভিযোগে উল্লেখ করেন, দুই বছর আগে টেক্সাস রাজ্যের উভালডেতে ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করেন এবং ১৭ জনকে আহত করেন। তিনি শুটিংয়ের এক সপ্তাহ আগে ডিডিএম৪ভি৭ রাইফেলটি কেনেন। পরে তিনি গেমটির একটি সংস্করণ খেলতে শুরু করেন এবং কয়েক মাস পরে অস্ত্র সম্পর্কে বেশ কয়েকটি ইনস্টাগ্রাম পোস্ট দেন।

কসকফ এক বিবৃতিতে বলেন, এই দানবরা অভিযুক্তকে তার সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে অস্ত্রটি উš§ুক্ত করে দেয় এবং এটি ব্যবহারের জন্য তাকে প্রশিক্ষণ দেয়।

মামলার বিষয়ে ড্যানিয়েল ডিফেন্স, অ্যাক্টিভিশন ও মেটার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক বিবৃতিতে অ্যাক্টিভিশন বলেছে, উভালডেতে নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তারা আরও বলেছে, বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এ ধরনের ভয়ংকর পদক্ষেপের কথা না ভেবে শুধু ভিডিও গেমগুলো উপভোগ করে।

মামলায় দাবি করা হয়েছে, ‘কল অব ডিউটি’ ফ্র্যাঞ্চাইজিতে বন্দুক সহিংসতার বাস্তবসম্মত চিত্র রয়েছে, যেখানে তাদের অস্ত্রগুলো আসল মডেলের।

অ্যাটর্নিরা আরও বলেন, ইনস্টাগ্রামের সহায়তায় অস্ত্র বিক্রেতারা কিশোর-কিশোরীদের এমন কনটেন্ট দিয়ে আকৃষ্ট করে, যা বন্দুকধারীদের এসব সহিংস কাজে উৎসাহিত করে। তাদের পছন্দের কল অব ডিউটিতে অস্ত্র কোথায় কিনতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেয়।

একটি আগ্নেয়াস্ত্র বিপণন সংস্থার মতে, ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপন নীতিমালায় কিছু বড় ধরনের ত্রুটি রয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, আগ্নেয়াস্ত্রের পোস্টগুলো প্রচারের জন্য প্ল্যাটফর্মে অনুপ্রবেশের অনুমতি দেয়া হয়েছে।