Print Date & Time : 6 September 2025 Saturday 11:25 pm

মেট্রোরেলের আরও দুটি স্টেশন খুলে দেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেয়া হচ্ছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং ১ মার্চ থেকে মিরপুর-১০ নম্বর স্টেশনে থামবে মেট্রোরেল। এর মধ্য দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন চালু হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। জুলাইয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।