Print Date & Time : 20 August 2025 Wednesday 12:36 pm

মেট্রোরেল চলাচল স্বাভাবিক

শেয়ার বিজ ডেস্ক: বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় আধাঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুর ২টা ২৭ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। এদিকে হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রো লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।