ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ইউনাটেড হেলথকেয়ার সার্ভিসেসের মহাব্যবস্থাপক (কমিউনিকেশনস ও বিজনেস ডেভেলপমেন্ট) ডা. ফজলে রাব্বি খান সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেসের সহযোগী প্রতিষ্ঠান মেডিক্স তাদের পণ্য ও সেবার ওপর ইবিএল কার্ডহোল্ডারদের বিশেষ মুল্যছাড় দেবে। ইবিএল ব্যাংকাস্যুরেন্স, স্টুডেন্ট ব্যাংকিং ও রিটেইল প্রপোজিশন প্রধান মো. বিন মাজিদ খান এবং তারেক সামি রহমান, মেডিক্সের হেড অব সেন্ট্রাল অপারেশন ও হেড অব করপোরেট মার্কেটিং ইউনাইটেড হেলথকেয়ার এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
