Print Date & Time : 10 September 2025 Wednesday 3:14 am

মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলা খারিজ

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তি দখলসহ বেশ কিছু অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে, মো. আব্দুর রহিম নামে এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫/২৯ ধারায় মামলাটি দায়ের করেন। পরে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মামলাটি খারিজ করে দেন।

মামলার এজাহারে বলা হয়, মেয়র আতিকুলের বিরুদ্ধে বাদীর সম্পত্তি দখল, বিভিন্ন মিডিয়ায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাদী ও তার পরিবারের সম্পর্কে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক ও মানহানীকর তথ্য প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। বাদীপক্ষ থেকে গত ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হলেও আসামিপক্ষ কোনো উত্তর দেয়নি।