নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি মিউচুয়াল ফান্ড এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের আগামী বছরের ১০ মার্চ মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ পূর্তির কারণে এরপর বিধি অনুসারে, অবসায়ন ঘটবে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হচ্ছে, এটি ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) এক বিজ্ঞপ্তিতে এই ফান্ডের ইউনিট কেনার জন্য যেসব প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের ঋণ (মার্জিন ঋণ) দিয়েছিল, তাদেরকে ওই ঋণগ্রহীতা গ্রাহকদের তালিকা পাঠাতে বলা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে এ তালিকা পাঠাতে হবে।
এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রসপেক্টাসে ফান্ডটির মেয়াদ উল্লেখ করা হয়েছিল ১০ বছর। বিধি অনুসারে, মেয়াদ পূর্ণ হলে মেয়াদি মিউচুয়াল ফান্ডকে অবসায়ন করতে হয়। যদিও সংশোধিত মিউচুয়াল ফান্ড বিধিমালায়, শর্তসাপেক্ষে আরও এক মেয়াদে ফান্ডের মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। বিধি অনুসারে, মেয়াদি ফান্ডের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে ট্রাস্টির তত্ত্বাবধানে ইউনিটহোল্ডারদের বৈঠক করে ফান্ডের মেয়াদ বৃদ্ধির বিষয়ে তাদের ভোট নিতে হয়। উপস্থিত ভোটারদের তিন-চতুর্থাংশ ফান্ডের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিলে বিএসইসিতে মেয়াদ বাড়ানোর আবেদন করা যায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএসইসির উপর নির্ভর করে।
জানা গেছে, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটহোল্ডারদের একটি সভা গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। তাতে ৫৭.৪২ শতাংশ ভোটার ফান্ডের মেয়াদ বৃদ্ধির পক্ষে এবং ৪২.৫৮ শতাংশ ভোটার না বাড়ানোর পক্ষে ভোট দেয়। ফান্ডের মেয়াদ বাড়ানোর পক্ষে তিন-চতুর্থাংশ ভোট না পড়ায় আইনের শর্ত পূরণ হয়নি। তারপরও এর মেয়াদ বৃদ্ধি অথবা এটিকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করা হয়। তবে বিএসইসি এ আবেদন নাকচ করে দেয়।