ঢাকা প্রিমিয়ার ডিভিশন ওমেন্স ক্রিকেট লিগে অপরাজিত রানার্সআপ হয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। জাতীয় নারী দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন রূপালী ব্যাংক কোনো ম্যাচ না হারলেও নেট রান রেটে মোহামেডানের থেকে পিছিয়ে থাকায় রানার্সআপ হয়েছে। দিলকুশার ব্যাংকের প্রধান কার্যালয়ে রূপালী ব্যাংকের খেলোয়াড়রা রানার্সআপ ট্রফি ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে তুলে দেন। এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি খান ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
