Print Date & Time : 29 August 2025 Friday 2:29 am

মেলান্দহে সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই তেল ব্যবসায়ীকে জরিমানা

প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম মেলান্দহ বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বাজারের মেসার্স তপু এন্টারপ্রাইজের গুদামে ৩৭৩টি ড্রামে ৫৬ হাজার লিটার এবং জননী তেল ভান্ডারে ১৬৬টি ড্রামে ২৫ হাজার ৫শ লিটার মোট ৮১ হাজার ৫শ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

তারা দুই জন তেল ব্যবসায়ী হলেও তাদের কাছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুদ থাকায় তপু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শ্রী তপু সাহাকে ২০ হাজার টাকা এবং জননী তেল ভান্ডারের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পুলিশ, প্রশাসন ও এনএসআইয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।