মেসিই আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে: রোনালদো

ক্রীড়া ডেস্ক: গত এক দশকেরও বেশি সময় ধরে তাদের দ্বৈরথ। তবে এটাকে পাশ কাটিয়ে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের ফুটবলে দাপট দেখিয়ে যাচ্ছেন। এমন অভূতপূর্ব প্রতিদ্বন্দ্বিতা ফুটবলে তো নয়ই, অন্য ক্রীড়াক্ষেত্রেও দেখা মেলেনি! দুজনের মধ্যকার এই প্রতিযোগিতা ভালো খেলোয়াড় হতে সিআর সেভেনকে উদ্বুদ্ধ করেছে। পর্তুগিজ চ্যানেল টিভিআইকে এমনটাই জানিয়েছেন এ ফরোয়ার্ড।
সময়ের দুই সেরা তারকা হওয়ায় অথবা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে খেলায় রোনালদো ও মেসির অবস্থানটা বরাবরই বিপরীতমুখী। তাই বলে বার্সেলোনা অধিনায়কের প্রতি সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদোর মুগ্ধতার কোনো কমতি নেই ‘এখন পর্যন্ত তার যা ক্যারিয়ার সেটা আমি শ্রদ্ধা করি। আর তার দিক থেকে সে নিজেও বলেছে যে, আমি যখন স্প্যানিশ লিগ ছেড়ে আসি তখন সে সমস্যায় পড়েছে। কারণ এই প্রতিদ্বন্দ্বি^তার গুরুত্ব সে বুঝত।’
মেসি-রোনালদোর মধ্যে সব সময় এগিয়ে যাওয়ার লড়াই থাকে, যা তাদের অনন্য উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে। এমনটাই দাবি রোনালদোর ‘এটা ভালো যে, ফুটবলে এমন প্রতিদ্বন্দ্বি^তা রয়েছে, তবে এটা কোনো ব্যতিক্রম নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডানের প্রতিদ্বন্দ্বী ছিল, আরতোন সেনা ও অ্যালেইন প্রস্ট ফর্মুলা ওয়ানে প্রতিদ্বন্দ্বী ছিলেন। ক্রীড়াক্ষেত্রে বড় বড় সব প্রতিদ্বন্দ্বি^তার মধ্যে যে মিলটা খুঁজে পাওয়া যায় তা হলো সেগুলো সুস্থ প্রতিযোগিতা। মেসি আমাকে ভালো খেলোয়াড় বানিয়েছে আর আমি তাকে।’
মেসির সঙ্গে নিজের দ্বৈরথটা এগিয়ে যাওয়ার হলেও সম্পর্কটা চমৎকার বলেছেন রোনালদো। ভবিষ্যতে সুযোগ হলে মেসিকে নিয়ে রাতের খাবার খেতেও যেতে পারেন সিআর সেভেন ‘আমি কখনও তার সঙ্গে রাতের খাবার খেতে যাইনি, কিন্তু ভবিষ্যতে কেন নয়? এটা করতে আমার কোনো আপত্তি নেই।’