Print Date & Time : 3 August 2025 Sunday 4:45 pm

মেসির সঙ্গে ডিনারের আশা রোনালদোর!

ক্রীড়া ডেস্ক: মাঠের ফুটবলে প্রবল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু মাঠের বাইরে তাদের সম্পর্ক বন্ধুর মতো। শ্রদ্ধাবোধও রয়েছে। তবে এখনও এ দুই তারকা একসঙ্গে ডিনারে বসতে পারেননি, যে কারণে গত পরশু উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে ব্যাপারটি নিয়ে আক্ষেপ ঝরেছে রোনালদোর কণ্ঠে। শুধু তা-ই নয়, সেখানেই তিনি কোনো দিন-তারিখ না রেখেই আর্জেন্টাইন তারকাকে একরকম ডিনারের আমন্ত্রণ দিয়ে বসেন।
রোনালদো-মেসির প্রতিদ্বন্দ্বিতায় ছেদ পড়ে ২০১৮-১৯ মৌসুমে। রিয়াল মাদ্রিদ ছেড়ে গত বছরের জুলাইয়ে জুভেন্টাসে নাম লেখান সিআর সেভেন। এতে লা লিগায় দুজনকে আর মুখোমুখি দেখার সুযোগ নেই। উয়েফার পুরস্কার প্রদান অনুষ্ঠানে দুজন পাশাপাশি উপভোগ করেছেন একে অপরের সঙ্গ, হাসিমুখে কথাও বলেছেন তারা। উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষণার আগে রোনালদোই বলেন নিজেদের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে, ‘আমরা মঞ্চটা (প্রতিদ্বন্দ্বিতা) ১৫ বছর ধরে ভাগ করে নিচ্ছি, সে আর আমি। ফুটবলে এটা কখনও ঘটেছে কি না, জানি না। একই মঞ্চে সব সময় সেই দুজনই, এটা মোটেও সহজ নয়।’
মেসি-রোনালদোর সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতার আঁচে দেখতেই ভালোবাসেন সবাই। কিন্তু রোনালদো জানিয়েছেন ভেতরের কথা, ‘প্রায় ১৫ বছর এমন প্রতিদ্বন্দ্বিতার পরও আমাদের মধ্যে ভালো সম্পর্ক। আমাদের এখনও একসঙ্গে ডিনারে বসা হয়নি। ভবিষ্যতে হয়তো হবে।’
লা লিগায় মেসির সঙ্গে লড়াই ছিল রোনালদোর। ব্যাপারটি গত পরশু স্বীকার করেছেন সিআর সেভেন, ‘স্পেনে আমাদের মধ্যে এমন লড়াই ছিল। আমি তাকে অনুপ্রাণিত করেছি এবং সেও আমাকে প্রেরণা জুগিয়েছে। ফুটবল ইতিহাসের অংশ হতে পারাটা আনন্দের।’
মেসির চেয়ে দুই বছরের বড় রোনালদো, কিন্তু সিআর সেভেনকে দেখলে তা বোঝা যায় না। তার মানে তিনি কি কিং লিও’র সঙ্গেই অবসর নেবেন? এ ব্যাপারে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘সে আমার চেয়ে দুই বছরের ছোট। কিন্তু এ বয়সে আমিও ভালো (ফিটনেস) আছি। আশা করি আগামী বছরও আমি এখানে আসতে পারব; এর পরের দুই বছর, কিংবা তৃতীয় বছরেও।’