Print Date & Time : 15 August 2025 Friday 8:09 am

মেসি কোপা জেতায় খুশি রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের সমর্থক ছিলেন রোনালদিনহে। তবে মনে মনে তিনি সাফল্য চেয়েছিলেন লিওনেল মেসির। শেষ পর্যন্ত সাবেক সতীর্থ সাফল হওয়ায় খুশিও হয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার।
একটা সময় বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন রোনালদিনহে ও মেসি। তখন থেকেই তাদের মধ্যে সম্পর্কটা বেশ ভালো। খুব কাছ থেকে তরুণ মেসিকে দেখেই মুগ্ধ হয়েছিলেন রোনালদিনিয়ো। সময়ের সঙ্গে তার সেই মুগ্ধতা বেড়েছে।
সেদিনের তরুণ মেসি এখন বার্সেলোনার এমনকি তর্কাতীতভাবে সর্বকালের সেরাদের একজন। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। দলটির হয়ে ক্লাব পর্যায়ে মেসির ট্রফি শোকেস পূর্ণ হলেও অধরা ছিল জাতীয় দলের হয়ে কোনো শিরোপা। অবশেষে সেই শূন্যতা কাটে গত মাসে।
২০০২ বিশ্বকাপ জয়ী তারকা রোনালদিনহে বলেন, মেসির আন্তর্জাতিক ফুটবলে শিরোপা জেতায় তিনি খুশি, যদিও নিজ দেশের হারে দুঃখ পেতে হয়েছে তাকে, ‘ব্রাজিলের জন্য খারাপ লেগেছে, তবে মেসির জন্য খুশি (হয়েছি)। জাতীয় দলের হয়ে তাকে কিছু জিততে হতো আর এটাই আমাকে আনন্দ দিয়েছে। তার (মেসি) সাথে আমার এখনও ভালো সম্পর্ক রয়েছে এবং সুযোগ পেলেই আমরা কথা বলি।’
ক্যারিয়ারের সেরা সময় বার্সেলোনায় পার করেছিলেন রোনালদিনহো। সেখানে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লিগা ছাড়াও জিতেছিলেন আরও কয়েকটি শিরোপা।
Attachments area