Print Date & Time : 3 August 2025 Sunday 2:03 am

মেসি-পিকের দ্বদ্ব!

ক্রীড়া ডেস্ক: কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে বরাবরই সোচ্চার জেরার্ড পিকে। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমকে এ নিয়ে বিভিন্ন পোস্ট দেন তিনি। যেখানে স্পেনের এ মিডফিল্ডার যেমন সমর্থন পান, তেমনি শুনতে হয় সমালোচনাও। এবার রাজনীতি নিয়ে লিওনেল মেসির সঙ্গে দ্ব›েদ্ব জড়িয়েছেন পিকে! এ ব্যাপারে নাকি বার্সেলোনা ফরোয়ার্ড সতীর্থকে মাথা না ঘামানোর কথা বলেছেন।

এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার সর্বশেষ লা লিগা ম্যাচেই মেসি ও পিকের কথাকাটাকাটি হয়েছিল। সে রেশটা বেশ ছিল ডেসিং রুমেও। যেখানে পিকে যেন রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়ে মাঠের ফুটবলে মনোযোগ দেনÑসে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন কিং লিও।

কাতালানদের স্বাধীনতা নিয়ে চিন্তিত মেসিও। কিন্তু এটা যেন মাঠের ফুটবলে প্রভাব না ফেলেÑসে ব্যাপারে সতীর্থদের সতর্ক হওয়ার পরামর্শ দেন বার্সেলোনার এ ফরোয়ার্ড। আর এ নিয়েই নাকি পিকের সঙ্গে দ্বদ্ধে জড়িয়েছেন এ আর্জেন্টাইন তারকা।