Print Date & Time : 8 September 2025 Monday 12:38 pm

মেসে অবস্থান করলে অভিভাবকদের গুনতে হবে বাড়তি টাকা

প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫-২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এ সময় ভর্তি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শহরের ছাত্রাবাসগুলোয় থাকতে হলে অতিরিক্ত টাকা দিয়ে থাকতে হবে বলে জানিয়েছে মেস মালিক সমিতি।

রাবি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাটি রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয়োজনে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগর মেস মালিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, নগরীর ছাত্রাবাসে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। রাবি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ছাত্রাবাসগুলোয় সম্পূর্ণ বিনা

খরচে রাখা হবে। তবে তাদের সঙ্গে আসা অভিভাবকদের থাকতে টাকা দিতে হবে। এক্ষেত্রে টিনশেড বা আধা-পাকা ছাত্রাবাসে জনপ্রতি ৩০০ টাকা ও পাকা ভবনে জনপ্রতি ৫০০ টাকা দিয়ে একদিন অবস্থান করা যাবে।

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে সারাদেশে সুনাম রয়েছে। ২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিতব্য রাবির ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থী, অভিভাবকসহ প্রায় তিন লাখ মানুষের আগমন ঘটবে। সবার সার্বিক সহযোগিতায় এবারও রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। নগরীতে যারা আসবেন, তারা ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় সভায় রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম বক্তব্য দেন। তারা বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাবি কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। ভর্তি পরীক্ষা চলাকালে বিপুলসংখ্যক মানুষের আগমনের বিষয়টি মাথায় রেখে সার্বিক দিক সমন্বয়ে রাসিকের গৃহীত উদ্যোগের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সহযোগিতায় আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারব বলে আশা করি।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তানবিরুল আলম, কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু, আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি খন্দকার হাসান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।