Print Date & Time : 7 July 2025 Monday 12:11 am

মেহেরপুরে কাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন

মেহেপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক প্রাঙ্গণে কাজিপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশে প্রবেশ করেছেন। ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ, তাদের দীর্ঘমেয়াদি বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেয়নি। তাদের কাজ একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা, যে পরিবেশে বাংলাদেশের জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করে আগামী দিনের সংসদ সদস্যদের নির্বাচিত করবেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ, আব্দুল আওয়াল, আফজাল হোসেন কালু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কাউন্সিলরদের গোপন ভোটে শাহাবুদ্দিন মাস্টার সভাপতি ও মাসুদ রানা সম্পাদক নির্বাচিত হন।