মেহেরপুরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই

মেহেরপুরে শিপন আলী নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাত করে তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে শহর থেকে গাংনী যাওয়ার কথা বলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনা-আলমপুর এলাকায় ইটভাটার অদূরে এ ঘটনা ঘটে।

ইজিবাইকচালক শিপন আলী বলেন, ভোরের দিকে শহরের বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে থেকে চারজন গাংনী বাজারে যাওয়ার কথা বলে ২৫০ টাকা চুক্তি করে। তাদের নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওনার পর পথিমধ্যে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনা-আলমপুর এলাকায় পৌঁছামাত্রই তারা আমার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। পরে আমাকে সড়কের ওপর ফেলে দুর্বৃত্তরা ইজিবাইকটি নিয়ে চলে যায়। স্থানীয় এক নারী আমাকে উদ্ধার করে মেহেরপুর পাঠান। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা করব।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান। ঘটনার সঙে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।