Print Date & Time : 14 August 2025 Thursday 12:59 am

মেহেরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

শেয়ার বিজ ডেস্ক: তথ্য ও প্রযুক্তিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মেহেরপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বাসস।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের দেশের চাষযোগ্য জমি প্রতি বছর কমে যাচ্ছে। কিন্তু প্রতি বছরই খাদ্য উৎপাদনের হার বেড়েই চলেছে। কারণ ডিজিটাল প্রযুক্তির উন্নয়ন। খাদ্যের মতো সর্বক্ষেত্রে বাংলাদেশ ডিজিটাইলেজেশনে এগিয়ে যাচ্ছে। এবং সফলতা ভোগ করছে। তিনি আরও বলেন, ডিজিটালাইজেশনের ফলে মুজিবনগর হাসপাতালের মতো টেলিমেডিসিন সেন্টারের মাধ্যমে ঢাকাসহ সারা দেশের ডাক্তারগণ সেবা দিচ্ছে।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন অলোক কুমার দাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক।

সরকারের এটুআই কর্মসূচি আয়োজিত মেলায় উদ্ভাবক তরুণ, কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়ন, অনলাইন অফলাইন বিষয়ে বিভিন্ন ধরনের পাঁচটি প্যাভিলিয়নে ৭১টি স্টল দেওয়া হয়েছে।

মেলায় ডিজিটাল সেন্টার ও পোস্ট ই-সেন্টারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া উপস্থাপন পদ্ধতি দেখানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।