Print Date & Time : 29 August 2025 Friday 12:29 pm

মেহেরপুরে নববধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন থেকে সাবিনা খাতুন (২৭) নামের এক নববধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্বামী বিদ্যুৎ হোসেন পলাতক রয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ইউনিয়নের কুঞ্জুনগর গ্রামের বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাবিনা খাতুন কুঞ্জনগর গ্রামের বিদ্যুতের স্ত্রী ও পার্শবর্তী কুমারীডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে।

নিহতের বড় বোন শারমিন খাতুন বলেন, গত দুই মাস পূর্বে কুঞ্জনগর গ্রামের ওলি বিশ্বাসের ছেলে বিদ্যুৎ’র সাথে তার ছোট বোন সাবিনার বিয়ে হয়। ইতোপূর্বে বিদ্যুৎ চারটি বিয়ে করেছিলো শারীরিক সমস্যার কারনে অন্য বউরা চলে গেছে। বিদ্যুৎ প্রতারনার আশ্রয় নিয়ে আমার বোনকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিদুৎ ও তার পরিবারের সদস্যরা সাবিনা খাতুনের উপর মানসিক নির্যাতন করতো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এক মাস আগেই বিদ্যুৎ হোসেন ও সাবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বীম-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল। গতকাল মঙ্গলবার রাতে সাবিনা খাতুনের পরিবারের লোকজন স্বামী-স্ত্রীর মধ্যকার মনোমালিন্য মিমাংসা করে চলে যান। আজ সকালে প্রতিবেশীরা বিদ্যুৎ হোসেনের ঘরে সাবিনা খাতুনের রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।