Print Date & Time : 19 July 2025 Saturday 5:11 pm

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই মৃদুল কারাগারে

প্রতিনিধি, মেহেরপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এর ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল কে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক (ভারপ্রাপ্ত) জুয়েল রানা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী অ‍্যাড. মারুফ আহমেদ বিজন বলেন, ৫ আগষ্টের আগে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় সাবেক জন প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ তার আপন ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি ছিলেন। আজ দুপুর মৃদুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এসময় বিচারক জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নিদেশ দেন।

মেহেরপুর কোর্ট ইনস্পেক্টর মানস রঞ্জুন দাস জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলা জেআর ২৭৭ নং মামলায় মৃদুল আত্মসমর্পণ করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর দুইটার দিকে আসামীকে পুলিশী পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।