Print Date & Time : 10 July 2025 Thursday 9:04 pm

মেহেরপুরে হামলায়স্বতন্ত্র প্রার্থীর চার নেতাকর্মী আহত

প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেনÑমেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), মেহেরপুর শহরের খালেদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ নেতা বাগোয়ান গ্রামের তেলা শেখ (৪৬) ও সাবেক মেম্বর মুক্তা খাতুন (৩৭। মাথায় জখম হওয়ায় খালেদুজ্জামান খানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে উদ্বুদ্ধ ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভিজিলেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত দুপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বরত টিমের সদস্যদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ছোট্ট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।

তবে আহত ব্যক্তিরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তারা অবশ্যই আইনগত সহায়তা পাবেন।

তবে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনা মেনে নেয়া যায় না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।