Print Date & Time : 7 July 2025 Monday 9:37 pm

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিসপ্লে বোর্ডে জয়বাংলা

প্রতিনিধি, মেহেরপুর :জয়বাংলা জয় বঙ্গবন্ধু, এমন লেখা হঠাৎ ভেসে ওঠে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিসপ্লে বোর্ডে। আজ শুক্রবার রাতে এমন লেখা দৃশ্যমান হলে কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি ও বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, কে বা কারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খাঁন বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।