Print Date & Time : 12 September 2025 Friday 8:37 pm

মেয়েকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে মা, ঘরে ঝুললো ছেলের লাশ

প্রতিনিধি, টাঙ্গাইল: এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে সকাল ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে যান মা সালমা বেগম। ঘণ্টা খানেকপর তিনি খবর পান বাড়িতে তার ছোট ছেলে আশিকের লাশ ঝুলছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশিক আহমেদ (১৩) ওই এলাকার সালমা বেগম ও প্রবাসী আলী আকবরের ছেলে। সে উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহত আশিকের মা সালমা বেগম বলেন, ‘মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় তাকে নিয়ে সকাল ৯টার দিকে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাই। এসময় আশিক  মুঠোফোনটি বাসায় রেখে যাওয়ার জন্য বায়না ধরে। কিন্তু আমি ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে চলে যাই। আশিক বেশির ভাগ সময় মুঠোফোন নিয়ে গেমস খেলত। ঘণ্টা খানেকপর জানতে পারি আমার ছেলে আশিক  মারা গেছে। পরে বাড়িতে ফিরে দেখি তার লাশ ঝুলে আছে।’

স্থানীয়দের ধারণা-  মায়ের কাছে মুঠোফোন না পেয়ে আশিক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, ‘পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’