Print Date & Time : 20 July 2025 Sunday 12:39 pm

মোংলায় চুরি হওয়া সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ

শেয়ার বিজ ডেস্ক: বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে চুরি করা পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল এবং এক হাজার মিটার মুরিং রোপসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

গত মঙ্গলবার গভীর রাতে পশুর নদীতে অভিযান চালিয়ে ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারটিতে তল্লাশি করে পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল এবং এক হাজার মিটার দৈর্ঘ্যরে একটি মুরিং রোপ (জাহাজবাঁধা মোটা রশি বা দড়ি) পাওয়া যায়। তবে এসময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি ট্রলার জব্দ করা হয়। ট্রলারটি তল্লাশি করে পাঁচ হাজার ৪৮০ লিটার ডিজেল এবং এক হাজার মিটার দৈর্ঘ্যরে একটি মুরিং রোপ পাওয়া যায়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ডিজেল ও মুরিং রোপ মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।