মোজাফফর হোসেন স্পিনিংয়ের বিমা দাবির অর্থ পুনরুদ্ধারের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিমা দাবি পুনরুদ্ধারের অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, গত বছরের নভেম্বর মাসে কোম্পানিটির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সার্ভেয়ারের ফি বাদে এক কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৩৬৪ টাকা বিমা দাবি পুনরুদ্ধারের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর উল্লিখিত পরিমাণ অর্থে কোম্পানিটি ঋণ পরিশোধ, যন্ত্রপাতি পুনর্নির্মাণ এবং অন্যান্য জরুরি আনুষঙ্গিক কাজে ব্যয় করবে বলে জানা গেছে।

এদিকে গতকাল কোম্পানিটির শেয়ারদর ছয় দশমিক ২৫ শতাংশ বা এক টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২০ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন কোম্পানিটির ৭২ লাখ ৯২ হাজার ৪০৯টি শেয়ার মোট এক হাজার ৭২০ বার হাতবদল হয়। যার বাজারদর ১৪ কোটি ৫৫ লাখ টাকা। ওইদিন শেয়ারদর সর্বনি¤œ ১৯ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ২০ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে কোম্পানির শেয়ারদর সাত টাকা ৮০ পয়সা থেকে ২১ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

এদিকে ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৯ পয়সা লোকসান এবং ২০২০ সালের ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা এক পয়সা। এর আগে ৩০ জুন ২০১৯ সালের সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি দুই শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা লোকসান এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬১ পয়সা।

বস্ত্র খাতের ‘বি’ ক্যাটেগরির এ কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪০ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট ১০ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩৭৪টি শেয়ার রয়েছে।

ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৬০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩১ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।