প্রতিনিধি, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম সমরেন্দ্র নাথ দেব (৫৫)। তিনি উপজেলার বনকুঁড়ি গ্রামের নারায়ণ চন্দ্র দেবের পুত্র ও বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে বাড়ি থেকে উপজেলা সদরে আসার পথে চৌগ্রাম জোড় ব্রিজে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
