মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা: আহত শতামেক কর্মীর মৃত্যু

প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর মহানগরের মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে ট্রাক চাপায় আহত মিজানুর রহমান (৫০) মারা গেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিজানুর গাজীপুর মহানগরীর মেঘডুবি এলাকার মো. মফিজুদ্দিনের ছেলে। তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগে কর্মরত ছিলেন। এর আগে গত ১৫ ডিসেম্বর দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই একই প্রতিষ্ঠানের মাইক্রেবায়োলজি বিভাগের কর্মচারী ও মেঘডুবি এলাকার বশির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৭) এর মৃত্যু হয়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. আব্দুল কাদের জানান, হতহতরা দুইজনেই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মচারী। হাসপাতালের ডিউটি শেষে মোটরসাইকেলযোগে তারা মেঘডুবি এলাকার বাসায় ফিরছিলেন। পথে একটি ট্রাকের চাপায় তারা গুরুতর আহত হন। মো. রাশেদুলকে ব্রডডেথ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আর আহত মিজানুর রহমানের মাথায় ও পায়ে গুরুতর জখম হয়েছিল। মিজানের এক পা কেটে ফেলা হয়েছে। তার অবস্থাও শঙ্কটাপন্ন ছিলো। আজ (মঙ্গলবার) সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।