প্রতিনিধি, কক্সবাজার : এক হাতে মোবাইলে কথা বলছে, অপর হাতে গাড়ি চালাচ্ছে বিদ্যুৎচালিত টমটম চালক। এমন সময় রাস্তার পাশে থাকা পথচারীকে ধাক্কা দেয় ওই গাড়ি। এতে ঘটনাস্থলে আল আমিন (৮) নামের এক স্কুলছাত্র মারা যান।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বড়ছড়া বাজারের পাশে প্রধান সড়কে। নিহত আল আমিন বড়ছড়া এলাকার প্রবাসী আব্দুল সাত্তারের পুত্র এবং হোয়ানক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতির একটি টমটম গাড়ি স্কুল ছাত্র আল আমিনকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় ওই স্কুল ছাত্র। পরে উত্তেজিত জনতা চালককে আটক করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরেক প্রত্যক্ষদর্শী দোকানদার কালাম বলেন, “টমটম চালক এক হাতে মোবাইলে কথা বলছে এবং এক হাতে গাড়ি চালাচ্ছিল। এমন সময় হঠাৎ গাড়িটি দুর্ঘটনায় পড়ে।”
এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে আবদুল হক নামের এক চালককে আটক করা হয়েছে।