Print Date & Time : 5 July 2025 Saturday 2:02 pm

মোবাইল-কম্পিউটারে ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর হচ্ছে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনার ঝড়। তবে এবার জানানো হলো, মোবাইল ফোন ও কম্পিউটারের ওপর এই শুল্ক আরোপ করা হচ্ছে না।

শনিবার সন্ধ্যায় (বাংলাদেশি সময়) মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে।

মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর (CBP) এক নতুন গাইডলাইনে জানিয়েছে, এসব পণ্যের ওপর ট্রাম্প ঘোষিত নতুন শুল্কনীতি কার্যকর হবে না। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে শনিবার সন্ধ্যায় (বাংলাদেশ সময়)।

এর আগে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর। কারণ, অ্যাপলের প্রায় ৮০ শতাংশ পণ্য তৈরি হয় চীনে। বিশেষ করে আইফোন, আইপ্যাড এবং কম্পিউটারের বড় একটি অংশ উৎপাদিত হয় সেখানে।

শুল্ক আরোপ হলে অ্যাপলের পণ্যের দাম বাড়ার আশঙ্কা ছিল। তবে শেষ মুহূর্তে মোবাইল, কম্পিউটারসহ কিছু বৈদ্যুতিক পণ্যকে শুল্কের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এসবের মধ্যে রয়েছে সোলার ব্যাটারি, টিভির ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টরের মতো পণ্যও।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে এসব পণ্যের উৎপাদন কেন্দ্র খুব কম থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প চান, অ্যাপলসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো যেন যুক্তরাষ্ট্রেই পণ্য উৎপাদন করে। হোয়াইট হাউস জানিয়েছে, অ্যাপল এরইমধ্যে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।