নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ইনস্টিটিউট অব পার্সোনেল ম্যানেজমেন্ট, বাংলাদেশ (আইপিএম)-এর ২০২২-২৩ মেয়াদের জন্য নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. মোশাররফ হোসেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশন্স (এফবিএইচআরও)-এর প্রতিষ্ঠাতা সভাপতি। এর আগে তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব পিপল ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বার, এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
আইপিএমের নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডিএম এরশাদুল আলম, ভাইস প্রেসিডেন্ট এইচ এ মাহামুদ, জেনারেল সেক্রেটারি এনামুল হক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস আবদুর রশিদ, ফাইন্যান্স সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট আমিনা আক্তার দেওয়ান, পাবলিসিটি সেক্রেটারি মো. হাসান আল মামুন, অর্গানাইজিং সেক্রেটারি এম এ ফয়েজ এবং এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য আনোয়ারুল আজিম, মো. জসিম উদ্দিন, মাহাফুজুর রহমান চৌধূরী, শহিদুল ইসলাম রুমেল, আবুল হাসনাত চৌধুরী ও মো. নূরুল ইসলাম।
নবগঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএমের সদ্য-প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার গিয়াস উদ্দিন, সদ্য-প্রাক্তন জেনারেল সেক্রেটারি আরমানুল আজিম এবং প্রাক্তন প্রেসিডেন্ট এ বি এম ওসমান গনি।