Print Date & Time : 26 August 2025 Tuesday 9:07 pm

মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

গত বুধবার অনুষ্ঠিত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৪তম সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ইউনুছ পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় মহিউদ্দিন আহমেদ পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত এবং আব্দুল করিম (নাজিম) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জে জš§গ্রহণ করেন। তিনি তিন দশকের অধিক সময় ধরে কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ, ইউনুছ কোল্ড স্টোরেজ, অনন্ত পেপার মিলস্, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস্, ইউনুছ স্পিনিং মিলস, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস এবং ইউনুছ অফসেট পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক।

মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে জš§গ্রহণ করেন। তিনি চার দশক ধরে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং করপোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজের স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের উদ্যোক্তা শেয়ার হোল্ডার।

আব্দুল করিম (নাজিম) ১৯৬৫ সালে সিলেট জেলার বিয়ানী বাজারে জন্মগ্রহণ করেন। তিনি তিন দশকের অধিক সময় ধরে যুক্তরাজ্যে ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। তিনি লন্ডন টি এক্সচেঞ্জ বিডির চেয়ারম্যান, করিম এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামডেনে অবস্থিত মহারানী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। আব্দুল করিম ইউকেবিবিসিআই’র পরিচালক। বিজ্ঞপ্তি